মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | ABHISHEK: বহরমপুরে এসে অধীরকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে গেলেন অভিষেক ব্যানার্জি

Sumit | ০৮ মে ২০২৪ ১৮ : ১৮Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বুধবার বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে "রোড শো" করতে এসে একটি সংক্ষিপ্ত জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে "মাথা ঠান্ডা" রাখার পরামর্শ দিয়ে গেলেন। আর তা না করলে অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে চতুর্থ স্থানে পৌঁছে যেতে পারেন বলেও দাবি করলেন অভিষেক।
বুধবার দুপুর নাগাদ হেলিকপ্টারে বহরমপুরে এসে পৌঁছানোর পর অভিষেক টেক্সটাইল মোড় থেকে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে মধুপুর পর্যন্ত দীর্ঘ একটি "রোড শো" করেন । "রোড শো" শেষে গাড়ির উপর থেকে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন," যাকে তাকে তেড়ে যাচ্ছেন অধীর চৌধুরী। এমনকি সাংবাদিকদের উনি মারধর করছেন। তাই ভয়ে এখন অনেক সাংবাদিকই তাঁর সামনে যেতে পারছে না। আসলে এগুলো সবই হতাশার বহিঃপ্রকাশ। অধীরবাবুকে আমি পরামর্শ দেব মাথা ঠান্ডা রাখার জন্য। এসব করলে উনি বহরমপুরে তিন নম্বরের পরিবর্তে চার নম্বর জায়গায় পৌঁছে যেতে পারেন।"
অধীর চৌধুরীর উদ্দেশ্যে অভিষেক বলেন,"নিজের পরাজয় যেন সম্মানের হয় এটা সুনিশ্চিত করুন। হারলেও যেন সম্মানের সঙ্গে হারেন। "
পাঁচবারের বহরমপুরের কংগ্রেস সাংসদকে পরাজিত করে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে দিল্লী পাঠানোর আবেদন জানিয়ে অভিষেক বলেন," বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্টকে হটান এবং ইউসুফ পাঠানকে দিল্লি পাঠান। আমি কথা দিয়ে যাচ্ছি সাংসদ থাকাকালীন সময়ে গত ২৫ বছরের অধীর চৌধুরী যা করেননি ইউসুফ পাঠান জিতলে পাঁচ বছরে বহরমপুরে সেই কাজ হবে।"
অভিষেক অভিযোগ করেন- বিজেপি যখন ক্যা-এনআরসি করতে চেয়েছে, একশো দিনের কাজের টাকা না পাঠিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছে, সন্দেশখালিতে মা-বোনেদের সম্ভ্রম নষ্ট করেছে তখন অধীর চৌধুরী কোনও প্রতিবাদ করেনি। যে সিপিএম-এর হাতে প্রচুর কংগ্রেস সমর্থক খুন হয়েছে এখন তাদেরই কাস্তে-হাতুড়ি-তারা উত্তরীয় পড়ে মহম্মদ সেলিমের সঙ্গে হাঁটছেন অধীরবাবু। বহরমপুরবাসীরর কাছে অভিষেক ব্যানার্জি আজ দাবি রাখেন- এই বিধানসভা এলাকা থেকে ইউসুফ পাঠানের জয়ের মার্জিন যেন সবথেকে বেশি হয়।
অধীর চৌধুরীর একটি পুরনো সাংবাদিক বৈঠকের অডিও ক্লিপিং শুনিয়ে অভিষেক প্রশ্ন তোলেন- একসময় অধীর চৌধুরী বলেছিলেন বিচারক অভিজিৎ গাঙ্গুলি ভোটে দাঁড়ালে আমি তাঁকে ভোট দেব। উনি তো বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী নিজে যদি বিজেপিকে ভোট দেন, তাহলে আপনারা কেন কংগ্রেসকে ভোট দেবেন।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24